বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই
মোঃ আল আমিন, দীঘিনালা: সারা দেশের ন্যায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের নতুন বই হাতে তুলে দেওয়া হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলায়।
বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই উৎসব উপলক্ষে মঙ্গলবার উপজেলার কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিনহাজ্ব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভায়ন খীসা, সুস্মিতা চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান এবং পরিচালনা কমিটির সদস্য মো. মাহবুবুল হাছান খোকন প্রমুখ।