বড়দিন উপলক্ষে দীঘিনালায় বিজিবির নিরাপত্তা জোরদার ও শুভেচ্ছা উপহার বিতরণ

শেয়ার করুন

মো. আল আমিন, দীঘিনালা: খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা জোরদারসহ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি’র নির্দেশনায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ৭ বিজিবির একটি টিম দীঘিনালার বিভিন্ন চার্জ এলাকায় পরিদর্শন করে বড়দিন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার তদারকি করে।

খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করা হয় এবং বিজিবির পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। কার্যক্রমটির নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ইব্রাহীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসবি হাবিলদার মো. আনোয়ার হোসেন, আরআইবি আলামিনসহ ৭ বিজিবির অন্যান্য সদস্যরা।

এ প্রসঙ্গে ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, “বিজিবি সবসময় দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলো যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা যায়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”