বড়দিনে দুর্গম পাহাড়ে খ্রিস্টান পরিবারগুলোর পাশে বিজিবি

শেয়ার করুন

মো: আল আমিন, দীঘিনালা: আসন্ন বড়দিন উপলক্ষে পাহাড়ি দুর্গম এলাকায় বসবাসরত খ্রিস্টান ধর্মীয় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যিশু খ্রিস্টের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২১ ডিসেম্বর রোববার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিউথাংনাং পাড়া বিওপি এলাকায় খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন এ সহায়তা কার্যক্রম পরিচালনা করে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দুর্গম পাহাড়ি জনপদ বেথলিং পাড়ায় বসবাসরত ছয়টি খ্রিস্টান পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

বিজিবি জানায়, বড়দিন উপলক্ষে যিশু খ্রিস্টের জন্মদিনের আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় নিউথাংনাং পাড়া বিওপির কমান্ডার স্থানীয়দের হাতে এই সহায়তা তুলে দেন।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত বিভিন্ন ধর্ম ও জনগোষ্ঠীর মানুষের সামাজিক ও ধর্মীয় উৎসব যেন আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি নিয়মিত মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।