• December 27, 2024

বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ১৭তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

মানিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি) ১৭তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিল উপলক্ষে সারাদেশ ব্যাপী মারমা ষ্টুডেন্টস বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্র/ছাত্রীরা গতকাল থেকে মানিকছড়ি উপজেলায় উপস্থিত হতে শুরু করেন। খাগড়াছড়ি ,রাঙামাটি,বান্দরবান জেলার ছাত্র/ছাত্রীরা বিভিন্ন সাজ পোশাকে অনুষ্টানে উপস্থিত হন।

মানিকছড়ি গিরি মৈত্রী সরকারী ডিগ্রী কলেজ মাঠে থেকে সকাল ১১টায় একটি র‌্যালি বের হয়ে মানিকছড়ি উপজেলার বিভিণœ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রতিষ্টাতা সভাপতি বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল’র সং থোয়াই চিং মারমা। সভাপতিত্ব করেন সভাপতি বাংলাদেশ মারমা স্টুডেন্টস কেন্দ্রীয় কমিটির সভাপতি অংসাইংম্যা মরমা। বিশেষ আলোচক অধ্যাপক যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবায়েত ফেরদৌস, অধ্যাপক ভাষা বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ডা.সৌরভ সিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান উসাপ্রু মারমা, সভাপতি মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি খাগড়াছড়ি মংপ্রু চৌধুরী, অধ্যক্ষ মানিকছড়ি গিরি মৈত্রী সরকারী ডিগ্রি কলেজ মংসাইঞো মারমা।

অনুষ্টানে ৬ হাজার ছাত্র/ছাত্রীর উপস্থিতসহ বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল’র বিভিন্ন সভাপতি সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন। অনুষ্টান পরিচালনা করেন চিংহ্লামং মারমা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post