বাইন্যাছড়া এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার
স্টাফ রিপোর্টার: বৈশ্বিক পরিস্থিতি করোনা ভাইরাসের আঘাতে ইতিহাসের এক নজিরবিহীন ক্রান্তিকাল অতিক্রম করছে গোটা বিশ্বের কোটি কোটি মানুষ। লকডাউনে পড়ে মানুষ দূর্বিষ্যহ জীবন যাপন করছে। করোনা আতংকে ঘরবন্দী মানুষ। আয়-উপার্জনের পথ বন্ধ। রাত পোহালেই মাহে রমজান শুরু। অঘোষিত লক ডাউনের ৩০তম দিনে এমনি এক পরিস্থিতিতে এগিয়ে এলেন লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী। অসহায় ও দুস্থ্যদের মাঝে ত্রাণ নিয়ে ছুটে গেলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহাংগীর আলম।
লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তে বাইন্যাছড়া ও কাঞ্চনপুর এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন তিনি। এসময় জোন কমান্ডার কয়েকজনের মাঝে মাস্ক পড়িয়ে করোনা সচেতনতায় ঘরে থাকার পরামর্শ দেন।
পরে জোন কমান্ডার দুরবর্তি এলাকার মানুষ যারা পায়ে হেঁটে আসতে পারেন নি তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেন।
ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন।