বার্মাছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক কঠিন চীবর দান উৎসবে আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী প্রদান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: কঠিন চীবর দান উৎসব ২০২৫ উপলক্ষে রাজগিরি নিদর্শন ভাবনা কুঠির বৌদ্ধ বিহারকে লক্ষীছড়ি জোন কর্তৃক আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। ৩১ অক্টোবর রাজগিরি নিদর্শন ভাবনা কুঠির বৌদ্ধ বিহার পরিদর্শনকালে এ আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট মোঃ তৌহিদুর রহমান পাভেল, ক্যাম্প কমান্ডার, বার্মাছড়ি আর্মি ক্যাম্প। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, কঠিন চীবর দান উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব, যা সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা বহন করে।

তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণ ও ধর্মীয় ব্যক্তিবর্গ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করবে।