বিজয় দিবসে প্রধানমন্ত্রী প্রদত্ত শপথ গ্রহণ করলো গুইমারাবাসী
গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি: হাজারো মানুষের হাতে লাল সবুজের পতাকা হাতে নিয়ে সারিবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সরাসরি শপথ পাঠ অনুষ্ঠান সারা দেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারাতে ও
অনুষ্ঠিত হয়েছে।
১৬ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত শপথ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, থানার ওসি মোঃ মিজানুর রহমান,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মেমং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা সহ বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ,মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ সরাসরি এ শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় এক হাজার এর অধিক মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জেলার আটটি উপজেলায় একইভাব এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।