• December 27, 2024

বিশ্ব ম্যালেরিয়া দিবসে মানিকছড়ি র‌্যালি ও আলোচনা সভা

মানিকছড়ি প্রতিনিধি: ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। ফলে দেশ ব্যাপি নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য বিভাগ দিবস উপলক্ষে সকালে আয়োজন করেছে র‌্যালি ও আলোচনা সভা।

২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া ও ব্র্যাক স্বাস্থ্য এরিয়া ম্যানেজার মিলন ঘোষ এ উপস্থিতিতে ব্র্যাক ও স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে বের করা হয় র‌্যালি। পরে হাসপাতালের হল রুমে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এ অঞ্চলের মানুষ স্বাস্থ্য ও ব্র্যাকের আর্শিবাদে ম্যালেরিয়ার প্রার্দুভাব থেকে মুক্তি পেয়েছে।

আজ মানুষ অনেক সচেতন হয়েছে। ঘরে ঘরে ব্র্যাকের কীটনাশক যুক্ত মশারী টাঙ্গিয়ে ঘুমাচ্ছে। এছাড়া ম্যালেরিয়া রোগীর চিকিৎসায় হাসপাতালের পাশাপাশি তৃণমূলে ব্র্যাক স্বাস্থ্য কর্মীরা রোগীর রক্ত পরীক্ষা, যথা সময়ে ওষধ সরবরাহসহ জনগণকে সচেতন করতে কাজ করে যাচ্ছে। ফলে আজ ম্যালেরিয়া প্রবণ এ জনপদে ম্যালেরিয়া জীবানু নেই বললেই চলে। এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post