ভোট বর্জনের আহবান জানিয়ে খাগড়াছড়িতে বিএনপি ও অঙ্গ সংগঠনের লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যায়িত করে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জনমত গড়ে তুলেতে খাগড়াছড়ির শহর ছাড়াও প্রত্যন্তা এলাকায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
২৯ ডিসেম্বর শুক্রবার জেলা বিএনপি ভাইবোনছড়া এলাকায়, জেলা যুবদল জেলা শহরের নিউজিল্যান্ড ও রমনি পাড়া, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি সিঙ্গিনালা, কমলছড়ি ও পেরাছড়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এছাড়াও রামগড়, মানিকছড়ি, মহালছড়ি ও লক্ষ্মীছড়িসহ বিভিন্ন উপজেলায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা।
এ সময় নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকতে এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়। লিফলেট বিতরণের পাশাপাশি ভোট বর্জনের আহবান জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।