মহালছড়ি উপজেলা বিএনপির গণসংযোগ

শেয়ার করুন

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলা বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেন। গণসংযোগে সভাপতিত্বে করেন মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন, প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার বাসস্ট্যান্ডে নেতাকর্মীদের সাথে নিয়ে নেতৃবৃন্দ গণসংযোগ করেন । সাধারণ জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন সহ খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়া কে ধানের শীর্ষে নির্বাচিত করার জন্য আহ্বান জানান।

গণসংযোগ পূর্বে এক বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের কল্যানে যে কাজ করবে ৩১ দফায় বহু আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উল্লেখ করেছেন।বিএনপি গণতান্ত্রিক দল। এ দল সবসময় জনগণের কল্যানে কাজ করে।

এসময় মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন আগামী নির্বাচনে ২৯৮ নং আসনে ধানের শীর্ষ মার্কায় ওয়াদুদ ভূইয়া কে ভোট দেওয়ার জন্য সকল জনগনের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেনমহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ মেম্বার, সহ-সভাপতি আব্দুল আহাদ, সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সাত্তার মেম্বার, যুগ্ম সম্পাদক আবুল খায়ের, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বকুল,মহালছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নূরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।