মহালছড়িতে  ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা 

শেয়ার করুন

মিল্টন চাকমা, স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মহালছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থা পরিচালিত আস্থা প্রকল্পের অধীনে ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।  ২০ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আবু রায়হান। ফিল্ড এ্যাসোসিয়েট সোনিয়া দাশ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক শাকিল আহমেদ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান, তৃণমূল উন্নয়ন সংস্থার  মনিটরিং, ইভ্যালুয়েশন এবং লার্নিং অফিসার মানস ত্রিপুরা, ফিল্ড অফিসার তুহিন চাকমা, খাগড়াছড়ি সিভিক প্লাটফর্মের সদস্য মিল্টন চাকমা,  ইয়ূথ গ্রুপের যুগ্ম আহবায়ক মো. কাওসার।  প্রধান অতিথি ইয়ুথদের উদ্দেশ্যে বলেন, প্রথমে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষা ছাড়া বিকল্প নেই। চাকরির আশায় বসে না থেকে প্রত্যেকে উদ্যেক্তা হওয়ার আহবান জানান।  তিনি আরো বলেন, প্রত্যন্ত এলাকায় একজন শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। একমাত্র ইয়ুথরা পারে বাল্য বিবাহ রোধ করতে । 

মহালছড়ি উপজেলার যুব সমাজ ঐক্যবদ্ধ এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়  হলে এলাকায় শান্তি সম্প্রীতি উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি।  সভা শেষে উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্যদের আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কলেজ, ইউনিয়ন পরিষদ এবং সরকারি অধিদফতরে গিয়ে অধিপরামর্শ সভা, বৃক্ষ রোপন কর্মসূচি, পলিথিন বর্জনে প্রচারাভিযানসহ বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।