মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে একটি পেশাজীবী সংগঠন। ১৭ জানুয়ারি শনিবার বিকেলে ৩.৩০ টায় খাগড়াছড়ি জেলার মহালছড়ির ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোজ্জামেল হক, সভাপতি জেলা জিয়া পরিষদ,আরো উপস্থিত ছিলেন প্রফেসর নুরুল আবসার সিনিয়র সহ-সভাপতি জেলা জিয়া পরিষদ, মোঃ আনোয়ার হোসেন, সভাপতি মহালছড়ি উপজেলা বিএনপি,মোঃ জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক জেলা জিয়া পরিষদ,মোশারফ হোসেন সহ- সভাপতি, জেলা জিয়া পরিষদ, শিউলি বিশ্বাস সাংগঠনিক সম্পাদক জেলা জিয়া পরিষদ, স্বাগত বক্তব্য রাখেন মোঃ মামুন, সাবেক সাধারণ সম্পাদক, মহালছড়ি জিয়া পরিষদ,সভাপতিত্ব করেন অনুমং মারমা প্রধান শিক্ষক,মধ্য আদম সরকারি প্রাথমিক বিদ্যালয়। সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক -শিক্ষীকা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে একজন সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। মরহুম বেগম খালেদা জিয়ার শিক্ষার ক্ষেত্রে অবদান অপরিসীম যা বলে শেষ করা যাবে না। আমরা তার দেখানো পথ অনুসরণ করবো।
স্মরণ সভা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।