মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক একটি সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মহালছড়ি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খাগড়াছড়ি জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস ছালাম,সিনিয়র সহকারী সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ড. চপল রায়,সিনিয়র সায়েন্টিফিক অফিসার , বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কেন্দ্র (বিসিএসআইআর)। দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনীতে ১১টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি, কৃষি উদ্ভাবন, বিজ্ঞানভিত্তিক মডেল, তথ্যপ্রযুক্তি সেবা এবং বিভিন্ন প্রয়োগযোগ্য উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী ঘুরে দেখতে বিভিন্ন বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেমিনার ও প্রদর্শনীতে স্বেচ্ছাসেবী সহযোগিতা করে যুব রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিন মহালছড়ি।