মহালছড়ির দূরছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ (মূল) এর অস্ত্রধারী সন্ত্রাসী আটক।
প্রতিনিধি: দূরছড়ি আর্মি ক্যাম্প এলাকা থেকে বিরাজ মনি চাকমা (৩৮) নামে একজন বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর একটি অপারেশন দল। গোপন তথ্যের ভিত্তিতে আজ রাত সাড়ে ৩ টায় মহালছড়ি জোন এই বিশেষ অপারেশনটি পরিচালনা করে। বিরাজ মনি চাকমা (৩৮)দীর্ঘদিন যাবৎ দূরছড়ি এলাকায় চাঁদাবাজি,হত্যা ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল। ২০১৮ সালে বরমা হত্যা মামলায় তিনি অন্যতম আসামি যা চলমান রয়েছে।
বিরাজ মনি চাকমা কে গ্রেপ্তার করার পর তল্লাশি পূর্বক তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শেষে উক্ত বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীকে মহালছড়ি সেনা ক্যাম্পে নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের জানা যায়, সে রাঙ্গামাটির নানিয়ারচর জিওর নাম্বার ১১৪/১৮ ধারা১৪৮/১০৯/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ প্যানেল কোড ১৮৬০ মামলার এজাহারভুক্ত আসামি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়।