• January 12, 2025

মহালছড়ি সেনাজোনে নবাগত জোন অধিনায়কের মতবিনিময় সভা

 মহালছড়ি সেনাজোনে নবাগত জোন অধিনায়কের মতবিনিময় সভা
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনে নবাগত জোন অধিনায়কের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি এর সভাপতিত্বে মহালছড়ি জোন সদরে পরিচিতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিস্টা চাকমা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল প্রমূখসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় জোন অধিনায়ক সংক্ষিপ্ত ব্যক্তিগত পরিচিতিমূলক বক্তব্য শেষে সকলের সাথে কুশলা বিনিময় করেন।
সকলের সার্বিক সহযোগিতা ও মঙ্গল কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে জোনের আওতাধীন সকলের  সার্বিক কল্যান ও নিরাপত্তা নিশ্চিতকরনের বিষয়ে আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ মহালছড়ি জোনে শান্তি সম্প্রীতি উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post