• December 27, 2024

মহালছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

মহালছড়ি প্রতিনিধি: সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়িতেও “পথ যেন শান্তির হয়, মৃত্যুর নয়” শ্লোগানকে সামনে রেখে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।

২২ অক্টোবর সোমবার সকাল ১১টায় একযোগে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়, মহালছড়ি এপিবিএন স্কুল এন্ড কলেজ, মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ পৃথক পৃথক ভাবে র‌্যালী ও মানব বন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি প্রতিটি র‌্যালী ও মানব বন্ধনে ঘুরে ঘুরে অংশগ্রহণ করতে দেখা গেছে। র‌্যালি ও মানব বন্ধনে শিক্ষার্থীদের হাতে ব্যানার, নিরাপদ সড়ক সম্বলিত বিভিন্ন পোস্টার ও ফেস্টুন হাতে নিয়ে কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সারাদেশে এ দিবসটি পালনের মধ্য দিয়ে দেশের সকল প্রকার সড়ক যেন নিরাপদ হয়। পাশাপাশি সরকারের এ উদ্যেগ যাতে সফল হয় এবং নিরাপদ সড়ক বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post