স্টাফ রিপোর্টার: মহালছড়ি সেনাবাহিনী অভিযান চালিয়ে ২ একর গাঁজা ক্ষেত ধ্বংস করেছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ২০ ডিসেম্বর গোলক্কা পাড়া এলাকায় মেজর মোঃ আসিফ ইকবাল’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, ২.৫ একর জমির মধ্যে আনুমানিক ১১০০-১২০০টি অবৈধ গাঁজা গাছের ক্ষেতের সন্ধান পায় সেনাবাহিনী। এসময় গাঁজা চাষী তুলু চাকমা (২৬) এবং অমর বিকাশ চাকমা (৩২) কে কালাবুনিয়া হতে আটক করা হয়। আটককৃতদেও মহালছড়ি থান পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ২২ ডিসেম্বর সকাল ১০টার দিকে উদ্ধারকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।