মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ এর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মানববন্ধন
মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ এর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসুচী পালন করেছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কলেজ গেইট এর সামনে ঘন্টাব্যাপী এই ‘মানববন্ধন কর্মসূচী’ পালিত হয় ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খলনায়ক নামের একটি আইডি থেকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কার্যক্রমের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালানো অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। এতে কলেজের প্রাতিষ্ঠানিক কার্যক্রম ও অধ্যক্ষের ব্যক্তিগত সম্মান বিনষ্টের অপচেষ্টা করা হয়েছে উল্লেখ করে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা খলনায়ক নামের ফেইসবুক আইডির সত্তাধিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
মানববন্ধনে কলেজের শিক্ষক-কর্মচারীগন ও সকল বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত থেকে স্ব-স্ব মতামত ব্যক্ত করেন । এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।