মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত
মানিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের বরণ, প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ২০২২ শিক্ষার্থীসহ অবসর প্রাপ্ত শিক্ষক ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা পদক প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।
৭ই মার্চ বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল ।
এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, বলিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদের আহম্মদ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ।