মাটিরাঙ্গায় প্রবল বর্ষণে বসত বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বর্ষার প্রবল বর্ষনে বাড়ীঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, টানা ৩ দিনের ভারী বর্ষনের ফলে মাটিরাঙ্গা পৌরসভার চরপাড়া,বড়ঝালা,হাসপাতাল পাড়া,নবীনগর,আদর্শগ্রাম ছাড়াও উপজেলার,গোমতি ও বেলছড়ির বিভিন্ন নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। কিছু কিছু এলাকা পাহাড় ধস,নদী ভাঙ্গন ও খর¯্রােতা পানির চাপে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বেশকিছু এলাকার মানুষ তাদের বাড়ীঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও অত্যান্ত জনগুরুত্বপুর্ণ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড তপ্তমাষ্টার পাড়া যাতায়াতে ধলিয়া নদীর উপর নির্মিত ব্রীজটি ভেঙ্গে নিয়ে গেছে উজান থেকে নেমে আসা পানির ¯্রােত। ফলে বর্তমানে মাটিরাঙ্গা উপজেলা সদরের সাথে তপ্তমাষ্টার পাড়া এলাকা সহ প্রায় ১০ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তপ্তমাষ্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন স্কুলে যেতে পারছে না। এ বিষয়ে স্থানীয় মেম্বার অমৃত কুমার ত্রিপুরা জানান বর্তমানে এখানকার মানুষের সাথে মাটিরাঙ্গার সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিছিন্ন রয়েছে।

ক্ষতিগ্রস্তরা হলেন,চরপাড়া এলাকার সিরাজ মিয়া-৫৫, ও সিরাজুল ইসলাম-৭৮ । বড়ঝালা এলাকার কালা চাঁন চাকমা-৪০, হাসপাতাল এলাকার প্রবাসী আসিফ মিয়ার বাড়ী,নবীনগর এলাকার মো: আব্দুল আলিম-৫৫ এর বাড়ী, আদর্শগ্রাম গালুয়া টিলা পাহাড় ধসে যোগাযোগ ব্যহত । এলাকাবাসী ও সচেতন মহল মনে করেন, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসে তাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগীতা করা প্রয়োজন। মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল জানান,বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।  এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ জানান, আমি চরপাড়া ও আদর্শগ্রাম এলাকা পরিদর্শন করেছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post