মাটিরাঙ্গায় বাঙ্গালি গৃহবধু ধর্ষণের অভিযোগে উপজাতীয় যুবক আটক
স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গা থানায় ধর্ষিতা লুৎফুর নাহার পারুল নিজেই বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক সুমন ত্রিপুরাকে আটক করে জেল হাজতে প্রেরন করেছেন বলে জানা গেছে। ১৬ সেপ্টম্বর রোববার মাটিরাঙ্গাা থানার (মামলা নং ৬) রুজু করে।
ধর্ষিতার মামলা সূত্রে জানাযায়, পারুল আক্তার মাটিরাঙার ইসলামিয়া হোটেলে আয়া হিসেবে কাজ করে। একই হোটেলে বয় হিসেবে সুমন ত্রিপুরা কাজ করতো। গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ঘটনার দিন সুমন ত্রিপুরা বাসা থেকে পারুল আক্তারকে ডাকতে গিয়ে, দেখে বাসায় পারুল আক্তার একা । পারুল আক্তারকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় শালিসের মাধ্যমে চেষ্ঠা চলানোর অভিযোগ উঠেছে। কিন্তু পারুল আক্তার নিজেই থানায় গিয়ে মামলা দায়ের করেন।
এবিষয়ে মাটিরাঙ্গাা থানার অফিসার ইনচার্জ সৈয়দ জাকির হোসেন সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়ার পর পরই আমরা অভিযুক্ত ধর্ষক সুমন ত্রিপুরাকে আটক করে নারী ও শিশু নির্যাতন দমন আইন২০০০ এর সংশোধনী ৩ এর ৯(১) আইনে মামলা রুজু করে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করেছি। এদিকে সুমন ত্রিপুরাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পার্বত্য অধিকার ফোরাম বিবৃতি দিয়েছে।