মাটিরাঙ্গায় মাদরাসার শিক্ষক, ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

শেয়ার করুন
মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ইব্তেদায়ী মাদরাসার শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২০ মে) মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটরিয়াম এর সামনে দুপুরে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ উপস্থিত থেকে প্রায় দেড় শতাধিক মাদরাসার শিক্ষক, ইমাম ও মোয়াজ্জিনদের হাতে খাদ্যসহায়তার প্যাকেট তুলে দেন।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, সরকারীভাবে করোনা দুর্যোগে কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের জন্য বরাদ্ধকৃত খাদ্যসহায়তা প্রদানে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যারা করোনার এ সময় মানবেতর জীবন যাপন করছেন তারা প্রয়োজনে খাদ্যসহায়তার জন্য স্ব স্ব এলাকার জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করাতে পারেন।
এ সময় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ হারুন, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি সাংবাদিক সাগর চক্রবর্তী কমল উপস্থিত ছিলেন।