মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক‌লেজ ছাত্র নিহত, আহত ১

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: মা‌টিরাঙ্গায় মোটরসাই‌কেল -‌পিক আপ মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ইউনুছ (১৮) না‌মে এক ক‌লেজ ছাত্র নিহত ও অপর এক (চালক) জন হ‌য়ে‌ছে।

১২এপ্রিল বুধবার সকা‌লে উপ‌জেলার গোম‌তি ই‌উনিয়‌নের বান্দরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত ইউনুছ মা‌টিরাঙ্গা সরকা‌রি ডিগ্রী ক‌েলে‌জের ১ম বরর্ষর ছাত্র ও‌ গোম‌তি গরগ‌রিয়ার সহেব মিয়ার ছে‌লে।

নিহ‌তের দুলা ভাই (বড় বো‌নের স্বামী) ম‌নির হো‌সেন ব‌লেন, ভা‌বিকে ডাক্তা‌রের কা‌ছে নি‌য়ে যাওয়ার জন‌্য মোটর সাই‌কেল আন‌তে বন্ধু ইয়া‌ছিনের ( মোটর সাই‌কেল চালাক)

বা‌ড়ি বান্দরছড়া হ‌তে মোটর সাই‌কেল নি‌য়ে আসার সময় প‌থিম‌ধ্যে পিক আ‌পের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষে চালকসহ গুরতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা ২ জন কে উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত ডাক্তার ইউনুছ‌কে মৃত ঘোষনা ক‌রেন। অপরজন (চালক) ইয়া‌ছিন কে উন্নত চি‌কিৎসার জন‌্য চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রে। ঘটনার পর পিক আ‌পের চালক পলাতক র‌য়ে‌ছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ আমজাদ হোসেন বলেন, নিহ‌তের লাশ থানায় আনা হ‌য়ে‌ছে। পরব‌র্তি পদ‌ক্ষেপ গ্রহ‌ণে আই‌নি কার্যক্রম প্রক্রিয়া‌ধীন র‌য়ে‌ছে।

Leave a Reply