মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে পানছড়ি থানার ব্যতিক্রমী প্রচারণা
প্রতিনিধি, পানছড়ি: মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে ব্যাতিক্রমী প্রচারণা শুরু করেছে পানছড়ি থানা পুলিশ। এই প্রচারনায় ব্যাপকভাবে সাড়ার কথা জানালের বিদ্যালয় প্রধান রফিকুল ইসলাম বাবুল।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে মত বিনিময় সুফল বয়ে আনবে বলে মনে করছেন অভিভাবক মহল। পানছড়ি থানা পুলিশের বিদ্যালয় ভিত্তিক এই প্রচারণার মুল কারিগর ওসি মো: আনচারুল করিম।
৩’মার্চ বৃহষ্পতিবার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে এসে এই মহতী উদ্দ্যেগের ভুয়শী প্রশংসা করেন সবাই। ওসি আনচারুল করিম মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অভিভাবকদের সচেতনতা নিয়ে বিশদ আলোচনা করেন। বিদ্যালয় শিক্ষক শুভাষ দেবের সঞ্চালিত সভায় এ সময় বক্তব্য রাখেন উল্টাছড়ি ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যার মো: আহির উদ্দিন, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
প্রতিটি বিদ্যালয়ে এই ধরণের প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান পানছড়ি থানার ওসি।