মাদরাসা শিক্ষার্থীদের ইফতার করালো সেনাবাহিনী
গুইমারা প্রতিনিধি: গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি ও তৈকর্মাতে পবিত্র রমজান মাস উপলক্ষে ২টি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইফতারের ব্যবস্থা করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।
৬এপ্রিল শনিবার মাদ্রাসার বাচ্চাদেরকে ইফতার করানোর এমন মহতি কার্যক্রমে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারী দিশারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মাদরাসা শিক্ষার্থী, শিক্ষক, মাদ্রাসার কর্তৃপক্ষ, সাংবাদিক ও জোনের অন্যান্য অফিসার ও সদস্য বৃন্দ।
মানবিক সকল কর্মকান্ডের সাথে শান্তি, শৃঙ্খলার লক্ষ্যে সামাজিক প্রাধান্যতা দিয়ে সকলের পাশে দাঁড়ান এই জোন এবং ঈদুল ফিতরে অসহায়দের পাশে একেঅপরের প্রতি হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান সিন্দুকছড়ির জোন বাংলাদেশ সেনাবাহিনী।