• July 4, 2025

মানিকছড়িতে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

 মানিকছড়িতে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

oplus_2

মো.আকতার হোসেন, নিজস্ব প্রতিনিধি:-

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

oplus_2

বুধবার (২৬ই মার্চ) আসর মানিকছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মো.আমানউল্লাহ’র শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়েত ইসলামীর খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মিনহাজুুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি ২৯৮ নম্বর জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর কর্মী এডভোকেট মো. ইব্রাহীম।

এছাড়া ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের দায়িত্বশীল ও সমমনা ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভায় জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, দেশ স্বাধীনের ৫৪ বছরেও দেশে একমাত্র সৎ নেতৃত্বের অভাবে লুটপাট, অব্যাহত দুর্নীতির কারণে আমরা আজও বিশ্বে কলঙ্কিত ও দুর্নীতিবাজ হিসেবে স্বীকৃত। একমাত্র সৎ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে কাজ করছে। প্রিয় উপস্থিতি আসুন, একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে সৎ লোকের নেতৃত্বে আল্লাহ’র আইন বাস্তবায়নে আসন্ন সাংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে আপনার মূল্যবান সমর্থন প্রত্যাশা করছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post