মানিকছড়িতে ত্রৈমাসিক এ্যাডভোকেসী নেটওয়ার্কিং ফোরাম সভা

 মানিকছড়িতে ত্রৈমাসিক এ্যাডভোকেসী নেটওয়ার্কিং ফোরাম সভা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বে-সরকারি উন্নয়ন সংস্থা কারিতাস চট্টগ্রাম অঞ্চলের অধীনে সিপিপি পিএইপি -২ জাস্ট ইকোলজিক্যাল ট্রানজিশন এগ্রো-ইকোলজিক্যাল প্রাকটিসেস ইন দ্যা সিএইচটি উদ্যোগে ২১ নভেম্বর সকাল ১১টায় কারিতাস উপজেলা অফিসে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরাম’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময়ে কারিতাস উজেলা মাঠ কর্মকর্তা মো.মো: সোলায়মান’র সঞ্চালনায় আপ্রুমা মারমার সভপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মো.সফিউল আলাম,গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি অমর দত্ত, রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.নাঈমূল হক, ক্যজাই কার্বারী, মানিকছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু প্রমূখ। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হেডম্যান প্রতিনিধি আপ্রুমং মারমা মিন্টু ,ইউপি সদস্য জাহানারা বেগম , বেসরকারী উন্নয়ন সংস্থ আইডিএফ প্রতিনিধি রাবেয়া আক্তার, একতা যুব সংঘের সদস্য মো.রবিউল হোসেন, এসময়ে বক্তারা বলেন,প্রত্যান্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত কৃষকদের সহায়তা প্রদান,এসময়ে আলোচনা ওঠে এসেছে বৈশিক জলবায়ু পরিবর্তনের সামাজিক সুরক্ষায় পাহাড় কাটা রোধে এখনি পদক্ষেপ নিতে হবে। না হলে প্রতি বছর পাহাড় ধ্বসসহ জীববৈচিত্র বিপন্ন ও আগামী দিনের পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠীর হুমকির মুখে পরবে, এছাড়া বাল্যবিবাহ রোধ,কৃষি সহায়তা সুপেয় নিরাপদ পানি ব্যবহার,স্বাস্থ্য সম্মত স্যনিটেমন লেট্রিন ব্যবহার, সৌরবিদুৎত, সোলার, গভীর নলকূপ স্থাপন, শিশু শিক্ষা নিশ্চিত করা,বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি সমস্যা আলোচনায় উঠে আসে এবং পদক্ষেপ গ্রহনের জন্য সবাই মিলে পরিকল্পনা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post