মানিকছড়িতে মাঠ দিবস উপলক্ষে আদা প্রদর্শনী
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল,তেল ও মসলাবীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প ২০২১-২২ আওতায় মাঠ দিবসে আদা প্রদর্শনী করা হয়েছে।
১৩ জুন রোজ সোমবার সকাল সারে ৯ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ১নং মানিকছড়ি ইউনিয়নে এয়াতলং পাড়ায় কৃষক মনির হোসেনের উঠানে ৩০ জন কৃষক-কৃষাণীদের মাঝে এ প্রদর্শনী করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড.মো শফিউদ্দিন।