মানিকছড়িতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শেয়ার করুন

স্টাপ রিপোর্টার:-

খাগড়াছড়ির মানিকছড়িতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকছড়ি থানা পুলিশের চৌকশ এসআই (নিঃ) সুমন কান্তি দে ও এসআই(নি:) তানভীর আহমেদ সঙ্গীয় অফিসারের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল ডিউটি পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ টার সময় চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

আটককৃত আসামী মো:মোস্তাফিজুর রহমান (২৯), সেই মানিকছড়ি উপজেলার মুসলিমপাড়া আবুল কাশেম কারিগর ছেলে।

মানিকছড়ি থানার এসআই (নিঃ) সুমন কান্তি দে জানান, আটককৃত ব্যক্তি ২১ জানুয়ারি, মামলার নং-০২, ২০১৯; জি আর নং-২৯/১৯, ধারা- ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; এর (০৫ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা পরোয়ানা ভূক্ত আসামী।

বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে

Leave a Reply