• December 27, 2024

মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

আবদুল মান্নান: ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে র‌্যালি,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে চ্ট্রগ্রাম-খাগড়াছড়ির সড়কের আমতলা-উপজেলা পরিষদ গেইটে অনুষ্টিত হয় র‌্যালি ও মানববন্ধন। র‌্যালি ও মানববন্ধনে স্কুল শিক্ষার্থী, রেডক্রিসেন্ট সদস্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সাংবাদিক, শিক্ষক, অফিসার-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাংবাদিক আবদুল মান্নান সঞ্চালিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি ্রপতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. অমর কান্তি দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ, ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. নোমান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post