মানিকছড়িতে কাটা হলো নমুনা শস্য
স্টাফ রিপোর্টার: মানিকছড়ি উপজেলার পরিসংখ্যান ব্যুরো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ পর্যায়ে নমুনা শস্য কর্তন করা হয়েছে।
১৩ নভেম্বর-২০২২ খ্রি. দুপুর ২ টায় উপজেলার সদর ইউনিয়নের একসত্যা পাড়ায় কৃষক মীর হোসেনের জমিতে নমুনা শস্য কর্তনের জন্য যান মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো. হাসিনুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার, রাকেশ বিশ্বাস, উপ-সহকারি কৃষি অফিসার, মো. এমরান উদ্দিন প্রমূখ। মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার, মো. হাসিনুর রহমান জানান, ফসলের জমিতে ব্রি ধান-৮৭ এর উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়।
২০ বর্গমিটার এবং ১৯.৬৩৫ বর্গ মিটার বৃত্তাকার জমিতে কাঁচা ধান ১০ কেজি করে ফসল হয়েছে যার আদ্রতা ছিল ২০%। আদ্রতা বাদে প্রতি হেক্টরে শুকনো ফসল ৯.৩ টন। তিনি আরও জানান, হেক্টর প্রতি ফলন হয়েছে ৪.৬৫ টন।