• July 7, 2025

মানিকছড়িতে ট্রাক চালক সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার ট্রাক চালক সমবায় সমিতির উদ্যোগে ‘করোনা’র ছোবলে কর্মহীন সদস্যদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ এপ্রিল সকালে ট্রাক চালক সমিতির অফিস কক্ষে সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ এর উপস্থিতিতে ত্রাণ বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং তিনটহরী ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. নুর ইসলাম, সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাহার মিয়া, সমিতির সদস্য্য মো. মোস্তফা।

বৈশ্বিক মহামারি‘করোনা’ ছোবলে গৃহবন্দি থাকা কর্মহীণ চালক ও হেলপারদের মধ্যে প্রথম দফায় ২০জনকে সমিতির নিজস্ব তহবিল থেকে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সভাপতি ও সম্পাদকের পাশাপাশি সদস্য মো. মোস্তফাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post