মানিকছড়িতে ‘দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সভা
মানিকছড়ি প্রতিনিধি: বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়ি জেলায় মানিকছড়ি উপজেলায় গচ্ছাবিল চৌধুরী পাড়ায় প্রতিষ্ঠিত ‘দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন,৪র্থ বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ১৫ র্মাচ শুক্রবার ২০১৯ইং অনুষ্টিত হয়েছে। এসময় থোয়াইহ্লাপ্রু মারমার সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মামরা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন,খাগড়াছড়ি জেলা সমবায় অফিসার রতœ কান্তি রোয়াজা,মানিকছড়ি উপজেলা সমবায় অফিসার আইবুর রহমান,১নং মানিকছড়ি ইউপি চেয়াম্যান সফিকুর রহমান ফারুক,ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, আরও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা যুবলীগ যুগ্ন সম্পাদক জাহঙ্গীর আলম প্রমূখ।এসময় ‘দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন পরিচালনার জন্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচন করা হয়।
বিনাপ্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন কংজাই মারমা,ভাইস চেয়ারম্যান,আচিং দেওয়ান,সেক্রেটারী উসাংচিং চৌধুরী,ট্রেজারার সাথুই মগ,ডিরেস্টরস সানু মারমা এবং পাইপ্রুসাই মারমাসহ ৬ সদস্য বিশিষ্টএকটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।। সমবায় আফিস সূত্রে জানা গেছে,মানিকছড়ি উপজেলা চৌধুরী পাড়াস্থ গ্রামের দরিদ্র পীড়িত মানুষের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্য নিয়ে ২রা আগষ্ট ২০১৪ সালে ৩ শতবিশ টাকা পূজিঁ দিয়ে একটি বে সরকারী প্রতিষ্ঠানে কর্মরত সুইচিংপ্রু মারমা নিজ উদ্যোগে “দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ”(একটি নিবন্ধিত সমবায় সমিতি) ১৪ জন নারী পুরুষ সদস্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়।এ প্রসঙ্গে প্রতিষ্ঠাতা সুইচিংপ্রু মারমা বলেন ক্রেডিট ইউনিয়ন লিঃ মাধ্যমে মানুষ তাদের নিজ নিজ পূজিঁ শ্রম এবং উদ্যোগ একত্রিত করে নিজেদের আর্থ সামাজিক অবস্থার উন্নতির জন্য একযোগে কাজ করা,ক্রেডিট ইউনিয়ন এমন একটি আর্থ-সামাজিক সমবায় প্রতিষ্ঠান যার মাধ্যমে স্বল্প আয়ের সকল শ্রেণির দরিদ্র জনগোষ্ঠী একত্রিত ও সুসংগঠিত হলে আগামী দিনের সমাজ ও দেশ উন্নত হবে। অনুষ্ঠানে চাকমা,মারমা ত্রিপুরাদের নৃত্য পরিবেশন পাশাপাশি লাকী কূপন ড্র করা হয়।