• January 21, 2025

মানিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

মানিকছড়ি প্রতিনিধি: দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ(২৬ মার্চ-১এপ্রিল) উদযাপনে মানিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সপ্তাহ ব্যাপি নানা কর্মসূচী পালন করছে। ৩১ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে মানবন্ধন, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্টিত হয়।

“বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” এ প্রতিপাদ্যে এবার দেশ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ(২৬ মার্চ-১ এপ্রিল) উদযাপনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, ইউনিয়ন পর্যায়ে ব্যাপক লোকসমাগমে মানববন্ধন, র‌্যালি, পথসভা ও অলোচনাসভার পাশাপাশি ৩১ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে স্কুল শিক্ষার্থী, জনপ্রতিনিধি,শিক্ষক ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্টিত হয় র‌্যালি, মানববন্ধন ও আলোচনাসভা।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাক, জেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সজল বরণ সেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন,সহকারি শিক্ষক দিলীপ কুমার দেব, সন্তুষ কুমার চৌধুরী, অজিত কুমার নাথ, উথোয়াচিং মারমা, চহ্লাপ্রু মগ, আবদুল লতিফ, মো. নাঈমুল হক, মাও.আবু ইউছুপ,একতা যুব সংঘের সভাপতি মো. নাছির উদ্দীন, সাংবাদিক মো. মনির হোসেন, মো.আলমগীর হোসেন, মিন্টু মারমা, মো. আকতার হোসেন, মো. ইসমাইল হোসেন, উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. ফরিদ মিয়া, সততা সংঘের সদস্য মো. নজরুল ইসলাম ও মো. রিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।

র‌্যালিটি সরকারি উচ্চ বিদ্যালয় গেট থেকে শুরু হয়ে ইংলিশ স্কুল ঘুরে এসে আমতলায় মানববন্ধনে মিলিত হয়। এতে সহ¯্রাধিক শিক্ষার্থী ও সুধীজনের সমাগম ঘটে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post