মানিকছড়িতে বাটনাতলীর বিভিণ্ন ওর্য়াড ছাত্রলীগ কমিটি গঠন
আলমগীর হোসেন: মানিকছড়ির বাটনতলী ইউনিয়ন ইউনিয়ন ১.৪.৯নং ওর্য়াড ছাত্রলীগ কমিটি গঠন করা হয়েছে।
১নং ওর্য়াড সভাপতি মো: মুছামিয়া, সাধারণ সম্পাদক মো:মহিউদ্দিন, সাংগঠনিক নাজমুল হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি মো:এছাক মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর ররহমান,সাংগঠনিক মো: মনির হোসেন,৯নং ওয়ার্ড সভাপতি মো: আবদুল্লাহ, সাধারণ সম্পাদক মো: সাহব উদ্দিন, সাংগঠনিক বিমল ত্রিপুরা।
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন মো: আক্তার হোসেন, ২নং বাটনাতলী ইউনিয়ন ছাত্রলীগ, অনুষ্টানটি পরিচালনা করেন মো:লোকমান হোসেন সাংগঠনিক সম্পাদক ২নং বাটনাতলী ইউনিয়ন, ছাত্রলীগ, অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: শহিদুল ইসলাম মোহন চেয়ারম্যান ২নং বাটনাতলী ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ,বিশেষ অতিথি ডা, নরনবী উপজেলা আওয়ামীলীগ, ডা: হামিদ, সভাপতি, ২নং বাটনাতলী ইউনিয়ন আওয়ামীলীগ, আবুতাহের মাসুদ,সাধারণ সম্পাদক ২নং বাটনাতলী ইউনিয়ন আওয়ামীলীগ, মো: নরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ২নং বাটনাতলী ইউনিয়ন আওয়ামীলীগ, আরো উপস্থিত ছিলেন আলমগী হোসেন,সভাপতি উপজেলা ছাত্রলীগ, মো: মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ, নিলয় মারমা, উপজেলা ছাত্রলীগ, মো: আবুজাফর যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রলীগ। প্রথান অতিথি বলেন ছাত্রলীগ বাটনাতলী আওয়ামীলীগ রাজনৈকিত প্রথান বিত্তি তাই ছাত্রলীগ রাজ নৈতিক দেখে আরো ছাত্ররা ছাত্রলীগের ছায়ার নিছে আশ্রয় নিবে।
কোন মাদক সেবি, ও ব্যবসায়ী ছাত্রলীগ করে পরিচয় দিলে পুলিশে ধরিয়ে দিন। ছাত্রলীগে মাদক সেবীদের আশ্রয় নাই।