• March 14, 2025

মানিকছড়িতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

আলমগীর হোসেন: আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি মানিকছড়ি টাউনহলে সকাল ১০ টা থেকে শুরু হয় বৈদেশিক কর্ম সংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার প্রেসব্রিফিং ও সেমিনার আলোচনা সভার অনুষ্ঠানটি অনুষ্ঠত হয়।

অনুষ্টানটি পরিচালনা করেন মানিকছড়ি প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষী বড়ুয়ার সভাপত্বি করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরী। বিশেষ অতিথি অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থানের খাগড়াছড়ির কারিগরি কেন্দ্রের প্রশিক্ষক ও সোহেল হোসেন।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি আমির হোসেন, বাটনাতী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মোহন, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান জ্যজরী মহাজন, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিভিন্ন দপ্তরে অফিসার, প্রাথমিক প্রধান শিক্ষক, ইমাম, ইউনিয়ন সচিব। এনজিও কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post