• January 15, 2025

মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদে ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মারমা উন্নয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১০জানুয়ারি শুক্রবার মহামূনী হেডম্যান কার্যালয়ের প্রাঙ্গনে সকাল ৯টায় কংজপ্রু মারমার সঞ্চালনায় ও মংশেপ্রু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মারমা উন্নয়ন সংসদে কেন্দ্রিয় কমিটির প্রধান উপদেষ্টা ও খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী,বিশেষ অতিধি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের সদস্য এমএ জব্বার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, মারমা উন্নয়ন সংসদে(মাউস) কেন্দীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী,৩নংযোগ্যছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন,সাংগঠনিক সম্পাদক সাথোয়াইঅং মারমা প্রমূখ।

এসময় প্রধান অতিথি খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, মারমা সমাজ উন্নয়নের সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সমাজের মাদক মুক্ত করে যুব সমাজ শিক্ষায় শিক্ষিত হয়ে মারমা সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। সভা শেষে বিকাল ৫টায় মানিকছড়ি উপজেলা শাখার পরিচালনা কমিটির মংশেপ্রু মারমাকে সভাপতি,কংজপ্রু মারমাকে সাধারণ সম্পাদক ও সাচিং চৌধুরী(মংসানু)কে সাংগঠনিক সম্পাদক নাম ঘোষণা করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post