• November 22, 2024

মানিকছড়িতে মৌ চাষী প্রশিক্ষণ উদ্বোধন

আবদুল মান্নান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে,খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে এবং এসআইডি-সিএইচটি,ইউএনডিপি’র সহযোগিতায় খাগড়াছড়ি’র ৯ উপজেলায় একযোগে শুরু হয়েছে মৌ চাষী প্রশিক্ষণ। এতে জেলার ৪শত কৃষক মৌ চাষে মৌলিক প্রশিক্ষণ গ্রহন করবেন।

১৮ মার্চ সকাল ১১টায় মানিকছড়ি উপজেলায় দু’ধাপে (১৮+১৭)=৩৫ জন কৃষকের প্রথম ধাপের প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও ইউএনও তামান্না মাহমুদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদারসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও প্রশিক্ষক এবং প্রথম ধপার ১৮ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, পার্বত্য খাগড়াছড়ি’র প্রত্যন্ত জনপদের কৃষকদের ভাগ্যোন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে,খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে এবং এসআইডি-সিএইচটি,ইউএনডিপি’র সহযোগিতায় জেলার ৯ উপজেলায় ৪শত কৃষক মৌ চাষে মৌলিক প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বি হওয়ার সুযোগ পেয়েছে। প্রথম ধাপে এ উপজেলায় ১৮ জন এবং দ্বিতীয় ধাপে ১৭ জন প্রশিক্ষণ নেবে। প্রতি পর্বে ৪ দিন করে প্রশিক্ষণ চলবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post