• December 26, 2024

মানিকছড়িতে মৎস্য পোনা বিতরণ

মানিকছড়ি প্রতিনিধি: মৎস্য অধিদপ্তর মানিকছড়ির উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও মৎস্য চাষীর মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে।

১৪ আগস্ট বেলা সাড়ে ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস(অ.দা) এর উপস্থিতিতে মৎস্য পোনা বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া আফরোজ, জেলা মৎস্য কর্মকর্তা আবুল খায়ের মো. মোখলেছুর রহমান, মাটিরাংগা উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, তিনটহরী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি উদ্রাচাই মারমা, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারি মিলন কুমার চাকমা উপস্থিত ছিলেন।

মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ৫০টি প্রতিষ্ঠান ও সমিতির মাঝে ২৫০ কেজি  রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post