মানিকছড়িতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ
মানিকছড়ি প্রতিনিধি: উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ ৩ জুলাই(মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহীদ উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা। মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, মানিকছড়ি থানা সাব ইন্সপেক্টর মো. আব্দুল্লাহ আল মাসুদ প্রমূখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, কোন ধর্মেই সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িতট তারা দেশ ও জাতীর শত্রু। তাই সকলকে সচেতন হতে হবে। আপনার আমার সকলেন সচেতনতাই পারে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে। প্রশিক্ষণে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মাদক মুক্তসমাজ গঠনের আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণে মানিকছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৪০ জন যুবক ও যুব মহিলারা অংশ নেন।