মানিকছড়িতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের উপকারভোগীদের সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর রবিবার উপজেলা পরিষদ সভা কক্ষে সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধুরী, কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার, মাঠ সহায়ক রিন্টু চাকমা ও পংমে মারমা উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই বিগত বছরের সার্বিক কার্যক্রম সকলের মাঝে তুলে ধরেন মাঠ কর্মকর্তা মো. সোলায়মান।
মতবিনিময় সভায় প্রকল্পের উপকারভোগী সদস্যরা প্রকল্প হতে প্রাপ্ত বিভিন্ন সুবিধা সমূহ সম্পর্কে অতিথিদের মাঝে তুলে ধরে বলেন, কারিতা এগ্রো-ইকোলজি প্রকল্পে মাধ্যমে তারা ছাগল পালন, কৃষি ফসল উৎপাদনসহ বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। ফলে তারা আর্থিক ভাবেও উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও এ প্রকল্পের মাধ্যমে আরো ভালো সেবা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
কারিতাসের এমন কার্যক্রমের প্রশংসা করে মতবিনিময় সভায় বক্তারা বলেন, উপজেলার প্রান্তিক কৃষকরা কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের মাধ্যমে সুবিধা ভোগ করে উপকৃত হয়েছেন। এছাড়াও কারিতাস কর্তৃক প্রদত্ত সুবিধা সমূহ সঠিক তদারকির মাধ্যমে কৃষকদের মানোন্নয়নে কাজ করার পরামর্শ দেন।