• November 24, 2024

মানিকছড়িতে‘লোসেকটিল ও ইসোরাল’প্রীতি ফুটবল ম্যাচ

আবদুল মান্নান: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গ্রাম ডাক্তার কল্যান সোসাইটির উদ্যোগে‘ লোসেকটিল ও ইসোরাল’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। এতে ট্রাইব্রেকারে মানিকছড়ি-বাটনাতলী ইউপি একাদশ তিনটহরী-যোগ্যাছোলা ইউপি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় স্পন্সর করেছেন স্কাইপ(ঝক+ঋ) ফার্মাসিটিক্যাল লিমিটেড।

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি,মানিকছড়ি উপজেলা শাখার আয়োজনে ২০১৮ সাল থেকে উপজেলার সকল পল্লী চিকিৎসকদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ২য় আসরে ৬ নভেম্বর বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার রাণী নিহার দেবী সরকারী স্কুল মাঠে অনুষ্টিত‘ লোসেকটিল ও ইসোরাল’ প্রীতি ফুটবল ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ট্র্রাইব্রেকাওে মানিকছড়ি-বাটনাতলী ইউপি একাদশ ৪-০ গোলে তিনটহরী-যোগ্যাছোলা ইউপি একামধকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা শেষে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি,মানিকছড়ি শাখার সভাপতি ডা,অমর কান্তি দত্তের সভাপতিত্বে এবং সাংবাদিক আবদুল মান্নান এর সঞ্চাালনায় অনুষ্টিত পুরস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস, ইউপি সচিব মো. মোশারফ হোসেন মজনু, মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মো. মনির হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ পরিষদ,মানিকছড়ি শাখার সহ-সভাপতি ডা. মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক ডা. মো. রমজান আলী, স্পন্সর স্কাইপ ফার্মাসিটিক্যাল লিমিটেডের কর্মকর্তা সৈয়দ মো. শামসুদ্দোহা, ফল্ড ম্যানাজার আবু আবদুল্লাহ ও মার্কেটিং অফিসার রনি দত্ত প্রমূখ। অতিথিরা রানার আপ ও চ্যাম্পিয়ন দলকে ট্রপি, ব্যক্তিগত মেডেল তুলে দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post