স্টাফ রিপোর্টার: মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ’র আয়োজন করে বাংলাদেশ আওয়ামীলীগ লক্ষ্মীছড়ি উপজেলা শাখা। লক্ষ্মীছড়ি বাজার একাদশ ও হাটহাজারি রয়েল বয়েস ক্লাব মেঘল ইউনিয়ন একাদশ এ খেলায় প্রতিদ্বন্ধিতা করে। ১ অক্টোবর বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি উপজেলা মাঠে আয়োজিত এ খেলায় ৪-৩গোলে লক্ষ্মীছড়ি বাজার একাদশ জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। বিশেষ অতিথি চিলেন উপজেলা আওয়ামলঅগের সাধারণ সম্পাদক বিরøাল হোসেন ব্যাপারি।
প্রথমার্ধের খেলা গোল শুন্য ড্র থাকলেও আক্রমন ও পাল্টা আক্রমন করে দর্শক উত্তেজনা ছড়ায় দ্বিতীয়ার্ধের শেষ ২০মিনিটের সময়। খেলা শুরু হওয়ার ৩মিনিটের মাথায় ২২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আসলাম গোল করে হাটহাজারি একাদশকে এগিয়ে রাখে। ১৫মিনিটের মাথায় বাজার একাদশের ৮নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় প্রান্ত চাকমা গোল করে দলকে সমতায় আনে। পরে খেলা গড়ায় ট্রায়বেকারে। ৩-২গোলে ট্রায়বেকারে জয়লাভ করে লক্ষ্মীছড়ি বাজার একাদশ। তবে রেফারির বাঁশিতে অফসাইডের ফাঁদে না জড়ালে গোল ব্যবধানে এগিয়ে থেকে জয় নিয়ে ফিরতে পারতো হাটহাজারি রয়েল বয়েস ক্লাব মেঘল ইউনিয়ন একাদশ। এদিকে গোল রেখা অতিক্রম করে বল ঢুকে পরলেও রেফারির নজরে না আসায় গোল যোগ হয়নি বাজার একাদশের পক্ষে।
খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করে এ.আর খান শামিম। সহকারি রেফারি ছিলেন সুবল চাকমা ও অর্কিট চাকমা।