যুবদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে খাগড়াছড়িতে মিছিল
স্টাফ রিপোর্টার: নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে খাগড়াছড়িতে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে জেলা শহরে মিছিল হয়েছে।
২৭ মে শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শাপলা চত্বর ঘুরে আদালত সড়কে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম প্রমুখ।
বক্তারা নবগঠিত জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, এদের সুযোগ্য নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের পতন আন্দোলন ত্বারান্বিত হবে। সমাবেশ থেকে আগামীকালের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের আহবান জানান।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওযাহিদুর রহমান ওয়াসিমসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।