রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মোঃ সালাউদ্দিন (৪০) নামে এক রেস্টুরেন্ট মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাকে আটক করে বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা পুলিশ।
পূলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সালাউদ্দিন চাকরির প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার সকালে ওই তরুণীকে নিজের বাসায় ডেকে নিয়ে যান। পরে সেখানে তাকে আটকে রেখে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ পত্রে উল্লেখ রয়েছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, “ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ঘটনাটির বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।”
উল্লেখ্য, অভিযুক্ত মোঃ সালাউদ্দিন এর আগেও (১ জুলাই) এক কলেজ শিক্ষার্থীকে যৌন প্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি রাঙ্গামাটি শহরের রুফটপ রেস্টুরেন্ট ‘কসমস’ ও ‘মায়ের দোয়া নার্সারির মালিক।