রাজস্থলীতে ঈদুল আযহা উপলক্ষে ২০ কেজি চাল পাবেন হতদরিদ্ররা
কাপ্তাই প্রতিনিধি: রাজস্থলী উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৭১২টি পরিবার মাথাপিছু ২০কেজি করে ভিজিএফ চাউল পাবেন। উপজেলার ৩টি ইউনিয়নে এসব চাল বিতরণ করা হবে বলে গতকাল বুধবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান জানান, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ চাল ডিওর কাগজ স্ব স্ব চেয়ারম্যান এর নিকট হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সপ্তশ্রী সাহা জানান, আগামী ১০ আগষ্টের মধ্যে ভিজিএফ চাল বিতরণের জন্য সংশি¬ষ্ট চেয়ারম্যানদের নির্দেশ প্রদান করা হয়েছে।