• July 4, 2025

রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

 রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়:  খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র আংশিক নবগঠিত কমিটিকে স্বাগত ও জননেতা ওয়াদুদ ভূইয়া’কে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে রামগড় উপজেলা-পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

২ জুলাই বুধবার বিকালে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর পূণরায় দলীয় কার্যালযে জমায়েত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় সমাবেশে শুভেচ্ছা বক্তব্যে রাখেন নবগঠিত কমিটির উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ প্রমূখ। এতে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল্লা আল মামুনের সঞ্চালনায় জেলা বিএনপির সহ সভাপতি ও বর্তমান কমিটির সমন্বয়ক হাফেজ আহম্মদ ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন (ফার্মেসী), যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ-আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক ২ জামাল উদ্দিন শামীমপ্রমুখ।

বক্তাগন বলেন, প্রিয় নেতা ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া কে অভিনন্দন জানিয়ে বলেন, রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি অনুমোদন দেয়ায় স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য – গত ৩০ জুন ২০২৫ রোজ বৃহ:বার খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক এবং ২৯৮ নং আসনের সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া ও সাধারণ সম্পাদক আফসার হোসেনের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয় ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply