রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটের প্রচার, ভোটারদের উদ্বুদ্ধকরণ, নির্বাচন আচরণবিধি বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি’র রামগড় জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার কার্যক্রম ও মতবিনিময় এবং আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক, ওসি মোহাম্মদ নাজির আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সকলস্থরের শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং হ্যাঁ ও না ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন আচরণবিধি মেনে চলা, অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় নির্বাচন পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, গুজব প্রতিরোধ, ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের বিষয়সহ সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন সম্মিলিতভাবে কাজ করছে।
এসময় স্থানীয় জনগণ সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিওকর্মীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।