রামগড়ে বাল্যবিবাহ বন্ধ করলেন প্রশাসন

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি’র রামগড় উপজেলা প্রশাসনের তৎপরতায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল এক মেয়ে।

১২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় উপজেলাস্থ ২ নং পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি নামক স্থানে বাল্যবিবাহের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহ সঙ্গে সম্পৃক্ত উভয় পক্ষের অভিভাবকদেরকে দুইটি পৃথক পৃথক মামলায় মেয়ের নানা আবুল হাশেমকে ৫০ হাজার টাকা এবং পাত্রের ভাই মনির হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এ প্রতিনিধিকে বলেন, বাল্যবিবাহের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার দায়ে ” বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭” অনুযায়ী উভয় পরিবারের দায়িত্বরত অভিভাবকে ২টি পৃথক মামলায় অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। খবর পেয়ে ছেলে ও মেয়ের অভিভাবকগন বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানাগেছে।

সে সাথে উপস্থিত জনসাধারণের সম্মুখে বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান এবং এ বিষয়ে কোন প্রকার ছাড় না দিয়ে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।