• November 22, 2024

রামগড়ে ৪৩ বিজিবি’র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 রামগড়ে ৪৩ বিজিবি’র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪ উপলক্ষে এক প্রীতিভোজ অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ ৩১ জুলাই রোজ বুধরার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়।

এ সময় রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন এর সভাপতিত্বে প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল এস এম আবুল এহসান, পিবিজিএম,পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনও মমতা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, ৪৩ বিজিবির সহকারী পরিচালক(এডি)রাজু আহমেদ, রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, পৌর মেয়র মোহাম্মদ রফিকুল আলম, রামগড় থানার অফিসার ইনর্চাজ দেব প্রিয় দাশ।

অনুষ্ঠান সঞ্চালনে ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহসান। এতে আরো উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক সহ সেনাবাহিনী-বিজিবি ও আনসার সদস্য প্রমূখ। পরে অনুষ্ঠান শুরুতেই আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে কেক কাটা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয় এবং অথিথিদের মাঝে উপহার তুলে দেন জোন কমান্ডার।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, আজকের ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিগত ২০০২ সালের ১লা আগস্ট চট্টগ্রামের হালিশহরে প্রতিষ্ঠা লাভ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post